চাঁদপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে করোনা ভাইরাসের স্বাস্থ্যসুরক্ষায় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
২ জুলাই শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে শহরের রেলওয়ে কোর্ট ষ্টেশন, বাইতুল আমিন জামে মসজীদের সামনে, শপথ চত্তর এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি চাঁদপুর সদর সার্কেল আসিফ মহিউদ্দিনের দিকনির্দেশনায় সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক আরিফ রাসেল সংগঠনের সদস্যদের নিয়ে এক হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ কার্যক্রম সফল করেন।
চাঁদপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও সনাক্তের হার বেড়ে যাওয়ায় পুরো দেশে একযোগে লকডাউন শুরু হয়েছে। লকডাউনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্য সচেতনতায় কাজ করছে। সে ভাবনায় চাঁদপুর কালচারাল সোসাইটি নিজ উদ্যেগে স্বাস্থ্য জনসচেতনতায় এ মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমীর প্রশিক্ষক বিশিষ্ট কন্ঠ শিল্পী মৃণাল সরকার, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও উপস্থাপক এম আর ইসলাম বাবু, এইচএম জাকির, মোঃ ইউসুফ, সুমন কুমার দত্ত, এমরান হোসেন রাজন, শুশান্ত কুমার দাশ প্রমুখ।
প্রতিবেদক: আশিক বিন রহিম,২ জুলাই ২০২১