Home / সারাদেশ / ৭ মে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা
logu-..-..

৭ মে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা আগামি ৭ মে আহ্বান করা হয়েছে। ওই দিন গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন,‘ আগামি ৭ মে কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ মে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এখনো ওই দিনগুলোতে কয়টায় বৈঠক শুরু হবে সেটা এখনো নির্ধারণ হয়নি। নেত্রী বিস্তারিত নির্দেশনা দেবেন। ’

এর আগে গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার করা হয়। এছাড়া বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়।

এরপর গত ৮ ফেব্রুয়ারি গণভবনে সভাপতিমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সাংগঠনিক টিমগুলোকে জেলা সফর ও মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক কমিটিগুলোর সম্মেলন করার নির্দেশনা দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

প্রায় ছয় মাস পরে আগামি ৭ মে কার্যনির্বাহী কমিটির বৈঠক হতে যাচ্ছে। আওয়ামী লীগের
বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর মাসেই শেষ হবে। দলটি গত দু’টি সম্মেলন নির্ধারিত সময়েই করেছে। ২২তম জাতীয় সম্মেলন নির্ধারিত সময়েই হবে। কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারিত হতে পারে বলে একাধিক নেতা জানিয়েছেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন,‘জাতীয় সম্মেলনের আগে আমাদের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক শাখাগুলো সম্মেলনের তারিখ নির্ধারণ,আগামি জাতীয় নির্বাচনের দলীয় প্রস্তুতি ছাড়াও সাংগঠনিক একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।’

১ মে ২০২২
এজি