Home / সারাদেশ / আজ থেকে ১০টা-৪টা ব্যাংক কার্যক্রম চলবে
bank--note

আজ থেকে ১০টা-৪টা ব্যাংক কার্যক্রম চলবে

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ এক মাসের বেশি সময় পর আগামী বুধবার থেকে স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে ব্যাংকিং কার্যক্রম। এ সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চলবে এবং বিকেল ৬টা পর্যন্ত ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ১১ আগস্ট থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত অফিস কার্যাক্রম পরিচালিত হবে এবং সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে স্বাভাবিক লেনদেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

বার্তা কক্ষ , ১১ আগস্ট ২০২১
এজি