চাঁদপুর শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক কালিবাড়ি। প্রতিদিন এই সড়কে হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। সড়কের গুরুত্বপূর্ন কালিবাড়ি এলাকায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
কিছুদিন আগেও সড়কটির সংস্কার করা হলেও মাস না যেতেই আবারো কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌরসভা কর্তৃপক্ষ এর ক্ষত ঢাকতে মাটি ফেলেও চেষ্টা করেছে। কিন্তু সামান্য বৃষ্টিতে সেখানে পেক-কাদায় পরিনত হয়েছে। যার ফলে এই সড়কটি দিয়ে চলাচলরত যানবাহনের চালকদের পড়তে হয় দুর্ঘটনার কবলে। কারণ রাস্তার উঠে যাওয়া খোয়াতে স্লিপ কেটে দুর্ঘটনার শিকার হতে হয় অনেককে।
বিষয়টি নজরে এনে পৌর কর্তৃপক্ষ স্থায়ী মেরামতের ব্যবস্থা গ্রহণের দাবি পৌরবাসীর।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৪ সেপেটম্বর ২০২০