চাঁদপুরে ৪ হাজার ২ শ বস্তা সিমেন্ট সহ একটি মালবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার ১৯ সেপ্টেম্বর ভোরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরাবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে সিমেন্টসহ কার্গোটি ডুবে।
এ সময় কার্গো জাহাজে থাকা ৩ জন নদী সাঁতরে পাড়ে উঠে জীবন রক্ষা পায়। তারা হলেন, সুকানি সুরুজ শ্রমিক মহিউদ্দিন ও কার্গোর লস্কর আলআমিন।
কার্গোর লস্কর আলআমিন বলেন,‘এমভি নিউ শাহ পরান নামের মালবাহী কার্গো জাহাজটি নারায়ণগঞ্জের মুক্তারপুর থেকে চাঁদপুরের বাগরাবাজার ডাকাতিয়া নদীতে আসলে রাতে বৃষ্টি শুরু হয়। পরে আমরা সেখানে কার্গোটি নোঙর করে রাখি।
রাতভর ভারি বর্ষণে কার্গের ভিতরে পানি ঢুকে পড়ে। এক পর্যায় কার্গোটি ৪ হাজার ২শ বস্তা মেট্টো সিমেন্টসহ নদীতে তলিয়ে যায়। যার মূল্য ১৬ লাখ টাকা।
প্রাণ রক্ষায় আমরা ঝাঁপিয়ে পাড়ে চলে যাই। কার্গোর দাম আনুমানিক ২০ লাখ টাকার মত হবে। সিমেন্ট নিয়ে আমাদের যাওয়ার কথা রক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকায়।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মুজাহিদুল ইসলাম বলেন,‘ সিমেন্ট বোঝাই কার্গো ডুবি বিষয়ে কেউ আমাদের জানায়নি। এ ঘটনায় মালিক পক্ষ থেকে কোনো অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নিব।’
শরীফুল ইসলাম , ১৯ সেপ্টেম্বর ২০২১
এজি
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur