চাঁদপুরে মেঘনায় ১৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরর নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান নেতৃত্বে হাইমচরের নীলকমল ব্যাপক অভিযান চালিয়ে ১৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

১৮ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অসাধু জেলেরা জাটকা ইলিশ মাছ ধরার জন্য অবৈধ কারেন্ট জাল নদীতে পেতে রাখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও অবশেষে সেই জালগুলো নদী থেকে নৌ পুলিশ সুপার কামরুজ্জামান এর নির্দেশে নীলকমল পুলিশ ফাঁড়ির এসআই স্বপন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে নদী থেকে জল গুলো উঠিয়ে তা জব্দ করে।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। এসময় ১৩ লক্ষ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌ পুলিশ।

এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক স্বপন কুমার বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসপি স্যারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে রাতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌ-পুলিশের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি

Share