চাঁদপুর শহরের ওয়ালেস বাজার কারিমিয়া আরাবিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
বুধবার (২৬ মার্চ) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে হিফজুল কোরআন সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করে ওয়ালেস বাজার কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা।
হাফেজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম নানুপুর পীর সাহেবের খলিফা আলহাজ্ব হযরত মাওলানা কবির আহমদ। প্রধান অতিথি হিফজুল কোরআন সমাপনী ছাত্রদের মাথায় পাগড়ী পরিয়ে দেন।
তিনি তার বক্তব্য বলেন, কোরআনে হাফেজরা আমাদের সমাজের তাজ। এই কোমলমতি শিশুরা হিফজুল কোরআন শেষ করে সমাজের সেবক হিসেবে নিয়োজিত হতে পারে। পথভোলা মানুষকে কোরআনের পথে আনাই আমাদের প্রধান কাজ।
মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা বেলাল হোসেন রাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, আল কারীম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন, শাসিয়ালি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবু মুসা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, চিকিৎসক ডাক্তার নূর হোসেন বান্না।
হাফেজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান শেষে ইফতার মাহফিলের পূর্বে কোমলমতি শিক্ষার্থী ও দেশ জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।
স্টাফ রিপোর্টার, ২৬ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur