Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মানুষ গড়ার কারিগর হারুনুর রশিদ আর নেই
কারিগর

কচুয়ায় মানুষ গড়ার কারিগর হারুনুর রশিদ আর নেই

চাঁদপুরের কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বহু মানুষ গড়ার কারিগর মো. হারুনুর রশিদ আর বেচেঁ নেই (ইন্নালি….রাজিউন)। তিনি ডায়াবেটিস ,বার্ধক্যজনিত কারনে রোববার মধ্যরাতে কুমিল্লার গোমতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্থী,২ ছেলে মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদে দীর্ঘদিনের কর্মস্থল কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও তাঁর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সোমবার বাদ জোহর জানাজা শেষে মরহুমের লাশ উপজেলার শিলাস্থান গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে মরহুমের আরো ৩দফা জানাযা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের প্রাক্তন ছাত্র,সহকর্মী,শিক্ষার্থীসহ কয়েক শতাধিক মুসল্লি অংশগ্রহন করেন। ব্যক্তিজীবনে তিনি একজন নির্লোভ,সৎ ও গুনী শিক্ষক হিসেবে মানুষের কাছে পরিচিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু