Home / চাঁদপুর / চাঁদপুরে নতুন কারিকুলামের ওপর প্রশিক্ষণ শুরু ২৯ মার্চ
education

চাঁদপুরে নতুন কারিকুলামের ওপর প্রশিক্ষণ শুরু ২৯ মার্চ

চাঁদপুরের সব উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের ২৯ মার্চ বুধবার থেকে বাধ্যতামূলক মাধ্যমিক শিক্ষা বিস্তারে ৩ দিনের নতুন কারিকুলামের ওপর প্রশিক্ষণ শুরু হচ্ছে। এ প্রশিক্ষণে ৫শ ৯ জন প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করার জন্যে পরিপত্র পাঠানো হয়েছে।

২৬ মার্চ জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রেরিত ও স্বাক্ষরিত সকল উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল সমুহে এক পরিপত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে – নতুন জাতীয় শিক্ষা কার্যক্রমের ওপর জেলার প্রতিষ্ঠান প্রধানদের এ প্রশিক্ষণ কার্যক্রম ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৩টি ব্যাচে শেষ হবে। প্রশিক্ষণ ভ্যানু চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাই স্কুল। প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক। শুরু হবে সকাল ৯ টায় এবং চলবে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত ।

পরিপত্রের আলোকে প্রথম পর্যায়ে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শুরু হবে ২৯ মার্চ- শেষ হবে ১ এপ্রিল। অংশগ্রহণকারীর সংখ্যা ১শ ৮৪ জন ।

২য় পর্যায়ে হাইমচর, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শুরু হবে ২ এপ্রিল – শেষ হবে ৫ এপ্রিল। অংশগ্রহণকারীর সংখ্যা ১শ ৬১ জন।

৩য় পর্যায়ে মতলব উত্তর ও দক্ষিণ এবং শাহরাস্তি উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শুরু হবে ৬ এপ্রিল – শেষ হবে ৯ এপ্রিল। অংশগ্রহণকারীর সংখ্যা ১শ ৬৪ জন।

আবদুল গনি
২৭ মার্চ ২০২৩