ফরিদগঞ্জে কারামুক্ত হয়ে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন যুবলীগ হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী।
৪ মার্চ বৃহস্পতিবার দীর্ঘ ২ মাস ৭ দিন কারাবরন শেষে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।
এদিকে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারীর মুক্তির খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে জেলা কারাগারের ফটক থেকে বরণ করে ফরিদগঞ্জে নিয়ে আসে। পরে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভা শেষে উপজেলা যুবলীগের কার্যালয়ে ফুল দিয়ে বরণ করেন উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন।
প্রসঙ্গত, ফরিদগঞ্জ পৌর এলাকার একটি মাছের ঘেরের বাঁধ কাটা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে পুলিশের সাথে ধস্তাধস্তি ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে যুবলীগ নেতা হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারীকে আটক পুলিশ।
প্রতিবেদক:শিমুল হাছান,৪ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur