সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুররর মেঘনা নদীতে জাটকা নিধন করায় ৪ অসাধু জেলেকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৭মার্চ রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।
আটককৃতরা হলেনঃ চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিন উপজেলার আবুল হাসেম (৩০), আঃ রহমান (২৬), মোঃ সম্রাট (২৮) ও সবুজ (২৪)।
চাঁদপুর কোষ্টগার্ড জানায়, চাঁদপুর কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ আসাদুজ্জামান বিএন এর নির্দেশে ও পেটি অফিসার এমদাদুল হক এর নেতৃত্বে রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেঘনা নদীর আমিরাবাদ, খানদি ঘাটস্থ এলাকা থেকে জাটকা নিধন করায় ৪ অসাধু জেলেকে আটক করে।
এ সময় ৩টি ইঞ্জিন চালিত বোর্ট, ৩ লক্ষ মিটার কারেন্ট ও মশারী জাল জব্দ করা হয়। ইঞ্জিল চালিত বোর্টের যাহার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৮০ হাজার টাকা, ১ লক্ষ ৭০ মিটার কারেন্ট জাল যাহার আনুমানিক মূল্য ৫৯ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১ লক্ষ ৩০ হাজার মিটার কারেন্ট জাল যাহার আনুমানিক মূল্য ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা। পরে তাদেরকে আটক করে চাঁদপুর কোষ্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।
বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের সকলকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করে এবং জাল পুড়িয়ে আগুনে বিনষ্ট করে দেয়া হয় এবং ৪টি ইঞ্জিন চালিত নৌকা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত চাঁদপুর টাইমসকে জানায়, জাটকা মাছ নিধনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৭ মার্চ ২০২১