চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় দুই মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা। আটককৃতদের মাদকদ্রব্য আইনে তিন মাসের কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা করা হয়।
কারদণ্ড প্রাপ্তরা হলো পৌরসভার ৮নং ওয়ার্ড কাজী বাড়ীর সংলগ্ন কুদ্দুছ গাজীর ছেলে টিটু (৩৮), মৃত সেকান্তর সর্দারের ছেলে মিন্টু। মঙ্গলবার দুপুরে টোরাগড় সওদাগরপাড়ায় আভিযান চালায় চাঁদপুর মাদকদ্রব্য আধিদপ্তরের কর্মকর্তাগণ।
চাঁদপুর মাদকদ্রব্য আধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আটককৃতদের কাছে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে এলাকাবাসীর সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
স্টাফ করেসপন্ডেট,২১ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur