Home / চাঁদপুর / ‘চাঁদপুরসহ সকল উপজেলা শহরে রিকশা চলাচল বন্ধ, প্রয়োজনে কারাগারে’
কারাগারে
ভার্চুয়াল সভায় চাঁদপুরের জেলা প্রশাসক

‘চাঁদপুরসহ সকল উপজেলা শহরে রিকশা চলাচল বন্ধ, প্রয়োজনে কারাগারে’

চাঁদপুর জেলায় করোনা পরিস্থিতির ভয়াবহ রুপ নিচ্ছে। প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। এর ফলে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় আরও কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন।

২৬ জুলাই সোমবার থেকে চলমান বিধিনিষেধের বাইরে থাকা রিকশা চলাচলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে জরিমানার পাশাপাশি প্রয়োজনে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

২৫ জুলাই রোববার সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, ‘জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। দিন দিন শনাক্তের হার বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ও মৃত্যুর হার বাড়লেও বেশির ভাগ মানুষ অসচেতন। অসচেতনতা এখন বেশির ভাগই মানুষের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। কোনও কারণ ছাড়াই ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসছে। রিকশা চলাচল করার সুযোগে এক রিকশায় ৩-৪ জন করে ঘুরে বেড়াচ্ছেন। এ অবস্থা কোনোভাবেই চলতে দেওয়া যায় না।’

আরও পড়ুন…  হঠাৎ মৃত্যু বেড়েছে চাঁদপুরে, জেলা জজসহ করোনা শনাক্ত ১৫৮

জেলা প্রশাসক আরও বলেন, ‘সোমবার থেকে জেলা শহর, পৌর এলাকা এবং অন্যান্য পৌর এলাকা, হাটবাজারে ও অতিরিক্ত লোকসমাগমস্থলে রিকশা চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র রোগী আনা-নেওয়া ছাড়া কোনও রিকশা সড়কে চলবে না। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় যাকে পাওয়া যাবে, হয় জরিমানা না হয় গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।’

জেলা কারাগারের জেলারের উদ্দেশ্যে ডিসি বলেন, ‘লকডাউনে যারা গ্রেফতার হবে তাদেরকে আলাদা সেলে রাখবেন। যাতে তাদের মাধ্যমে অন্যরা সংক্রমিত না হয়। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমাদের উপায় ছিল না।’

আরও পড়ুন…  চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) সুদীপ্ত রায়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ, ডিডি এনএসআই শেখ আরমান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন প্রমুখ।

প্রসঙ্গত, চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৩৯৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন, সহকারী জজ ফাতেমা তুজ জোহরা ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৫৯।

এদিকে গত ২৩ জুলাই সন্ধ্যা থেকে ২৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে ৬ রোগীর মৃত্যু হয়। তাদের মধ্যে ২ জন নারী ও ৪ জন পুরুষ। করোনা উপসর্গ নিয়ে বাকি ৩ জনের মৃত্যু হয় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ পর্যন্ত জেলায় মোট ৩৪৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুরে ১৫৪ জন ও বাকি ১৯৩ জন আক্রান্ত হওয়ার পর ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৫ জুলাই ২০২১