নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন নিহতের ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসেমসহ আটজনকে আটক করা হয়েছে।
ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম।
তিনি বলেন, ‘…ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে ভবন নির্মাণে অনেক ত্রুটি ছিল। সেখানে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। আমরা মনে করি, এটি একটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’
এসপি বলেন, ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ আটজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কারখানার ছয়তলা ভবনটির নিচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ ঘণ্টা পরও আগুন ভালোভাবে নেভানো যায়নি।
ঢাকা চীফ ব্যুরো, ১০ জুলাই, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur