রাজনীতি

কামারুজ্জামানের দুটি শেষ ইচ্ছা

২০১৫ এপ্রিল ০৯

চাঁদপুর টাইমস ডট কম :

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান কারা কর্তৃপক্ষের কাছে তার শেষ দুটি ইচ্ছে পূরণের দাবি জানিয়েছেন। তার ইচ্ছে দুটির মধ্যে প্রথমটি হলো, ফাঁসির পর তার লাশ গোসল না করিয়েই পরিবারের কাছে হস্তান্তর করা। দ্বিতীয়টি. শুক্রবারে যেন তাকে ফাঁসি দেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আখেরুল ইসলাম বুধবার সন্ধ্যায় কামারুজ্জামানের শেষ এই দুটি ইচ্ছার কথা জানান।

তিনি আরও বলেন, ‘বিচারপতিদের স্বাক্ষর করা রায়ের কপি কারাগারে আসা মাত্রই তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়েছে। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে নিয়ম অনুযায়ী তা প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসির যে সময় বেঁধে দেবে সেই অনুযায়ী ফাঁসির রায় কার্যকর করা হবে।’

উল্লেখ্য, গত সোমবার রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে কামারুজ্জামানের করা আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ। বুধবার পৌনে ৫টার দিকে বিচারপতিদের স্বাক্ষরকৃত সেই কপি কারাগারে পৌঁছে দেওয়া হয়। এরপর সন্ধ্যায় কামারুজ্জামানকে ওই রায়ের কপি পড়ে শুনানো হয়।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

Share