রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নোয়াখালী জেলার সোনাইমুড়ি ওয়াসেটপুর গ্রামের আবু তাহেরের মেয়ে সানজিদা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে ধানমণ্ডি থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে (পাঠাও) চড়ে কামরাঙ্গীর চরে বাসার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে লালবাগ বেড়িবাঁধ শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
লালবাগ থানার (এসআই) আক্তার হোসেন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে দুই বাহনের চালককে আটক করা হয়েছে। ১ এপ্রিল শনিবার সকালে লালবাগ থানার ওসি এস এম মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
টাইমস ডেস্ক/ ১ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur