কাবুল বিমানবন্দরে গুলি, নিহত ৫

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।

তবে তারা পদদলিত হয়ে নাকি মার্কিন সেনাদের গুলিতে নিহত হয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে আলজাজিরা।একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি গাড়িতে করে পাঁচটি মরদেহ নিয়ে যেতে দেখেছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, কাবুল বিমান বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

রোববার তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়া পর যত দ্রুত সম্ভব বিমানে দেশ ছাড়তে বিমানবন্দরে আফগানদের নজিরবিহীন হুড়োহুড়ি করতে দেখা গেছে।

এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে কেবল দূতাবাস কর্মীদের আগে যেতে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

টুইটারে এক ভিডিওতে দেখা যায়, বিমানে উঠতে সিঁড়িতে ব্যাপক হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি এবং একে অপরকে টানাহেঁচড়া করতে দেখা গেছে। কে কার আগে যাবে এ নিয়ে ধস্তাধস্তি।

আলজাজিরা জানায়, শেষের দিকের কমার্শিয়াল ফ্লাইটগুলোর একটি ধরতে আফগানদের বিমানবন্দরের রানওয়েতে অন্ধকারে হামলে পড়তে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নিয়ন্ত্রণে থাকা যুক্তরাষ্ট্রের সেনাদের ফাঁকা গুলি করতে দেখা গেছে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

এদিকে বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সব কমার্শিয়াল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো হাজার হাজার আফগান দেশ ত্যাগের অপেক্ষায় আছেন।

আন্তজার্তিক ডেস্ক, ১৬ আগস্ট, ২০২১;

Share