সৌদি আরবে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান কাবা ঘর ধ্বংস করে দেবে বলে ইসলামিক স্টেট বা আইএসের এক সদস্য টুইটারে বার্তা দিয়েছে।
সোমবার মার্কিন গণমাধ্যম- হাফিংটন পোস্টের এক খবরে বিষয়টি প্রকাশ করা হয়। এ ধরণের হুমকির পর ওই টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
হুমকিদাতা নিজেকে আইএসের সদস্য বলে উল্লেখ করলেও তা যাচাই করা সম্ভব হয়নি।
টুইটার বার্তায় বলা হয়- মুসলমানরা কাবা ঘরে পাথরের উপাসনা করে। আল্লাহর ইচ্ছায় পাথরের উপাসনাকারী ও কাবা ঘরকে ধ্বংস করা হবে বলে হুমকি দেয়া হয়। মানুষ মক্কায় আল্লাহর বদলে পাথরকে উপাসনা করতে যায় বলেও টুইটারে মন্তব্য করে সে।
বার্তা সংস্থা এপি- তুর্কি গণমাধ্যমের বরাতে ওই ব্যক্তির নাম ‘আবু তোরাব আল মুগাদাসি’ বলে উল্লেখ করেছে। ইসলামী খিলাফত প্রতিষ্ঠার নামে ২০১৪ সাল থেকেই ইরাক ও সিরিয়ায় সহিংসতা চালিয়ে আসছে আইএস।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ৬ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ