এলাকার উন্নয়নে এই কাপাইকাপে আমরা বিশ্ববিদ্যালয় করবো : সচিব শাহ কামাল
সরকারের উন্নয়নের প্রধান কাজ গুলো শুরু করতে হবে প্রাথমিক বিদ্যালয় থেকে : অতিরিক্ত সচিব শহীদুল্লাহ
Sunday, 24 May, 2015 10:25:37 PM
মেহেদী হাছান, হাজীগঞ্জ :
চাঁদপুর জেলার হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়নে শনিবার কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ২০১৫ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল।
তিনি বলেন, ‘শিক্ষাকে সকল রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। এখন আর দেশে খাবারের জন্যে হাহাকার নেই, দারিদ্রতা নেই। আমাদের লক্ষ্য একটাই আর তা হলো মানসম্মত শিক্ষাব্যবস্থা।’
এ সময় প্রধান অতিথি শাহ কামাল এলাকাবাসীর উদ্দেশ্যে রসিকতা করে বলেন, ‘ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিবসহ আরো বেশ কিছু কর্মকর্তা চাঁদপুরের হওয়ায় এই মন্ত্রণালয়কে ঢাকাতে চাঁদপুর মন্ত্রণালয় হিসেবে আখ্যায়িত করে থাকে।’
শিক্ষা ব্যবস্থা বিষয়ে এই সচিব বলেন, ‘কোনো শিক্ষার্থীর প্রাথমিকের শিক্ষা ব্যবস্থা ভালো ওই ছাত্র মাধ্যমিকে ভালো হবে। আর মাধ্যমিক ভালো হলে উচ্চ মাধ্যমিকে ভালো হবে। একই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভালো হলে উচ্চতর ডিগ্রি নিতে সহজ হবে।’
এলাকার উন্নয়নের বিষয়ে শাহ কামাল বলেন, ‘এই কাপাইকাপে আমরা বিশ^বিদ্যালয় করবো। সহসাই এই গ্রামে কারিগরি বিদ্যালয় স্থাপিত হচ্ছে। যার জন্য জমিসহ অন্যান্য ব্যবস্থা আমরা শুরু করেছি।’
একই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পাশর্^বর্তী কালচোঁ ইউনিয়নের তারাপাল্লা গ্রামের সন্তান শহীদুল্লা মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর বক্তব্যে বলেন, ‘মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। আর এ উন্নয়নের প্রধান কাজগুলো শুরু করতে হবে প্রাথমিক বিদ্যালয় থেকে।’
একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ নেছার আহমেদ, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ঈসমাইল হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তার হোসাইন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আঃ রশিদ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম।
কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি একেএম শাহজাহানের সভাপ্রধানে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমানের সঞ্চালনে এ সময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন হায়দার, এলাকাবাসীর পক্ষে মাহবুব প্রধানিয়া, সিরাজুল ইসলাম প্রধানিয়া, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাসকিয়া তমিম, মাইনুর রহমান শাওন, খাদিজা আক্তার, জাবের হোসেন।
এ সময় উপস্তিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রফিকুল ইসলাম, ১ নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আঃ হাদী, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল, প্রকল্প পরিচালক রেজাউল করিম, সদর উপজেলা প্রকল্প পরিচালক আমিনূর রহমান, কালোচোঁ ইউনয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরিফুল্লা পাটোয়ারী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক তফদার, সাধারন সম্পাদক মজিবুল হক মজিব, চেঙ্গাতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রধানিয়া কাপাইকাপ সপ্রাবির পরিচালনা পর্ষদের সদস্য আঃ হাসনাত খাঁন, গিয়াস উদ্দিন,দেলোয়ার হোসেন,আঃ কুদ্দস, পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহসান খাঁন।
এ সময় উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur