কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অসৎ ও দুর্বল বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মিথ্যা বিবৃতি’র অভিযোগ তুলেছেন তিনি। শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-সেভেন সামিটকে কেন্ত্র করে শনিবার টুইটবার্তায় এই মন্তব্য করেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প টুইটে কানাডার প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন। টুইট বার্তায় ট্রাম্প লিখেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন খুবই অসৎ এবং দুর্বল। তার ব্যবহারের জবাবে কানাডার দুগ্ধজাত পণ্যের ওপর আমরা ২৭০ শতাংশ শুল্ক বসাচ্ছি।
অপর এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, সংবাদ সম্মেলনে জাস্টিনের মিথ্যা বিবৃতির ভিত্তিতে আমি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বলেছি তারা যেন বিবৃতিতে স্বাক্ষর না করে।
প্রসঙ্গত, শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-সেভেন সামিট শুরু হওয়ার আগেই মতানৈক্য দেখা দিয়েছিল। সামিটের শেষটাও হলো একই ধারাবাহিকতায়।
নিউজ ডেস্ক :
আপডেট, বাংলাদেশ সময়১০:৪০এ.এম, ১০ জুন২০১৮,রোববার
কে.এইচ