Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / কাদা ছোড়াছুড়ি নয়, ঐক্যের রাজনীতি করুন: অ্যাড. সলিম উল্যাহ সেলিম
কাদা

কাদা ছোড়াছুড়ি নয়, ঐক্যের রাজনীতি করুন: অ্যাড. সলিম উল্যাহ সেলিম

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম বলেছেন, “বিএনপি ঐক্যবদ্ধ। কেউ বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করবেন না। মনে রাখবেন—চাঁদপুরে শেখ ফরিদ আহমেদ মানিক এবং ফরিদগঞ্জে এম এ হান্নানই শেষ কথা। তাদের নেতৃত্বেই বিএনপির সকল কার্যক্রম পরিচালিত হবে।”

তিনি আরও বলেন, “যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের অবশ্যই দলীয় শৃঙ্খলা ও তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মনোনয়নের বিষয়ে আল্লাহ তায়ালা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ নিশ্চিত করতে পারেন না। তাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করুন। সামনে কঠিন সময় আসছে, সেই লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। দল অবশ্যই গ্রহণযোগ্য ও জরিপ অনুযায়ী শীর্ষ ব্যক্তিকেই মনোনয়ন প্রদান করবে।”

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাশার মুকুল পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মো. ইউনুছ, মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, মহসিন মোল্লা, আব্দুল খালেক পাটোয়ারী, ফারুক হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি।

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শেষে বিশাল র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। 

প্রতিবেদক: শিমুল হাছান, ৪ সেপ্টেম্বর ২০২৫