চাঁদপুর জেলার হাজীগঞ্জ বাজারের সবচেয়ে ব্যায়বহুল ১২তলা সুপার মার্কেট কাতার কানাডা গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে জেনারেটর ম্যান জসিম গুরুতর ভাবে আহত হলে তাকে ভিআইপি হাসপাতালে ভর্তি করা হয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর লাইনম্যান জসিম জেনারেটর চালু করতে গেলে এ দূর্ঘটনা সৃষ্টি হয়। হঠাৎকরে আগুনের সৃত্রপাত ঘটলে কিউসি টাওয়ারের স্টাফরা মিলে অগ্নি নিয়ন্ত্রক গ্যাসের মাধ্যমে আগুন নিবানোর চেষ্টা চালায়। এতে গোডাউনের তার, কাঠুনসহ দেওয়ালের কাঠের অংশ আগুন লাগানো অবস্থায় ফায়ার সার্ভিসের দল পুরাপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে প্রথমে গোডাউনেরর ভিতরে কালো দোয়ার কারনে দমকল বাহিনীর লোকজন কাজ করতে ব্যাগ পেতে হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাযায়।
এদিকে ১২ তলা কাতার কানাডা টাওয়ারের নিচে আন্ডারগাউন্ডে মূলত গাড়ী পার্কিং রাখার ব্যবস্থা থাকলেও মার্কেট কর্তৃপক্ষের লোভে সেখানে শপিংমল ভাড়া দেয়। বর্তমান এ দূর্ঘটনাকে মার্কেটের ব্যবসায়ী ও আবাসিক ভাড়াটিয়াদের মধ্যে এমন প্রশ্ন উঠে আসে।
কাতার কানাডা টাওয়ারের মালিক সুমীর লাল দত্ত্ব বলেন, আমাদের নিজস্ব আগুন নিয়ন্ত্রকের মাধ্যমে প্রথম অবস্থায় ব্যবহার করেছি। পরে ফায়ার সার্ভিস আসলে পুরাপুরি নিয়ন্ত্রনে আসে। আমরা ফায়ার সার্ভিসের পরামর্শে নিচের বিষয়টি নিয়ে ভাবতেছি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ষ্টেশন প্রধান মো. রুবেল মিয়া বলেন, কাতার কানাডা আন্ডাগাউন্ডের ভিতরে জেনারেটর লাইন রাখা ঠিক হয়নি। আমরা সময়মত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছি। তবে তেমন বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে তিনি একটা বিষয় দেখে হতভাগ হয়ে বলেন, আন্ডারগাউন্ডের ভিতরে শপিংমল দেওয়া ঠিক হয়নি।
আগুনের খবর শুনে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন, স্থানীয় কাউন্সিলর রিটন চন্দ্রসহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন। এছাড়া বাজারের পথচারীসহ হাজার মানুষের ভিড় লক্ষ করা যায়। পরে পুলিশের উপস্থিতেতে টাওয়ারের সামনের পরিবেশ স্বাভাবিক হয়।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১৬ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur