কাতারে বাসচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

জীবিকার তাগিদে কাতারে গিয়ে আর বাড়ি ফেরা হলো না চট্টগ্রামের রাউজানের মো. শহিদুল্লাহর (২৩)। মোটরসাইকেলে করে খাবার সরবরাহ করার সময় বাসচাপায় মারা যান তিনি। বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে কাতারের চেহেলিয়ায় দুর্ঘটনাটি ঘটে। তবে তার মৃত্যুর সংবাদটি দেশে তার পরিবারের কাছে পৌঁছায় বৃহস্পতিবার।

নিহত শহিদুল্লাহ রাউজান উপজেলার ডাবুয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের কান্দিপাড়া আলী হোসেনের বাড়ির কাতারপ্রবাসী মো. হোসেনের ছেলে। পরিবারে তিনি তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন।

নিহতের চাচা ও প্রতিবেশী মো. সাইফুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শহিদুল্লাহ চার বছর আগে কাতারে যান। সেখানে তিনি মোটরসাইকেলে করে একটি রেস্তোরাঁর খাবার সরবরাহ করতেন। বুধবার মোটরসাইকেলে করে খাবার সরবরাহ করতে যাওয়ার সময় তাকে একটি দ্রুতগামী বাস চাপা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

শহিদুল্লাহর পরিবার জানায়, শহিদুল্লাহ চার বছর আগে কাতার পাড়ি দিলেও এর মধ্যে একবারও বাড়িতে আসেননি। তবে আগামী ছয় মাস কিংবা এক বছরের মধ্যে তার দেশে আসার কথা ছিল।

বার্তা কক্ষ, ১০ ফেব্রুয়ারি ২০২৩

Share