চাঁদপুরের হাইমচর উপজেলার প্রাণকেন্দ্র আলগী বাজারের কাটাখালী সড়কের ব্যবসায়ী‘দের দীর্ঘদিনের দুঃখ মোচনের প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
‘হাইমচর আলগী বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ’ এ শিরোণামে সংবাদটি গত ০৮ মার্চ প্রকাশিত হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েক বছর ধরে সামান্য বৃষ্টিতেই হাটু পরিমান পানি জমে থাকতো আলগী বাজারের কাটাখালী সড়কে। এতে পথ চলতে ব্যবসায়ীসহ পথচারী, ও স্কুল কলেজের ছেলে মেয়েদের চরম ভোগান্তির শিকার হতো।
অবশেষে সোমবার (২০ মার্চ) বিকাল ৪টায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী তার নির্ধারিত কর্মসুচি শেষে ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় সুশীল সমাজের অনুরোধে ওই সড়কটি পরিদর্শন করে খুব অল্প সময়ের মধ্যেই তা সমাধানের আশ্বাস দেন।
চাঁদপুর টাইমসে প্রকাশিত এ সংক্রান্ত আগের প্রতিবেদন-
প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ২০ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ