কাটাখালী সড়ক উন্নয়নে জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিশ্রুতি

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রাণকেন্দ্র আলগী বাজারের কাটাখালী সড়কের ব্যবসায়ী‘দের দীর্ঘদিনের দুঃখ মোচনের প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

‘হাইমচর আলগী বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ’ এ শিরোণামে সংবাদটি গত ০৮ মার্চ প্রকাশিত হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েক বছর ধরে সামান্য বৃষ্টিতেই হাটু পরিমান পানি জমে থাকতো আলগী বাজারের কাটাখালী সড়কে। এতে পথ চলতে ব্যবসায়ীসহ পথচারী, ও স্কুল কলেজের ছেলে মেয়েদের চরম ভোগান্তির শিকার হতো।

অবশেষে সোমবার (২০ মার্চ) বিকাল ৪টায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী তার নির্ধারিত কর্মসুচি শেষে ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় সুশীল সমাজের অনুরোধে ওই সড়কটি পরিদর্শন করে খুব অল্প সময়ের মধ্যেই তা সমাধানের আশ্বাস দেন।

চাঁদপুর টাইমসে প্রকাশিত এ সংক্রান্ত আগের প্রতিবেদন-

হাইমচর আলগী বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ

প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ২০ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ

Share