ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাজেদুর রহমান খান (উপ-সচিব)।
রোববার (২৫ ফেব্রæয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। এ প্রজ্ঞাপনে সধারণত সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়।
তাঁর জন্মস্থান ফরিদপুরের সদরপুর উপজেলায়। ২০ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআইতে নিয়োগ পেয়ে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালের ৭ মে যশোর স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন।
উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তা পারিবারিক জীবনে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক কন্যা সন্তানেরর জনক।
নতুন এ কর্মর্কতা মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আগামি সপ্তাহ নাগাদ চাঁদপুরে যোগদান করবো। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে চাঁদপুরবাসীর সাহায্য কামনা করছি।’
এদিকে, চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডলকে পর্যটন কর্পোরেশন-এর পরিচালক পদে বদলী করা হয়েছে।
প্রসঙ্গত, জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন জেলা প্রশাসক। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন। এছাড়া জেলা পর্যায়ে ডিসি (জেলা প্রশাসক) সাধারণত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।
প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:২৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ