চাঁদপুর

‘কাজের ক্ষেত্রে গ্রাম পুলিশেন ভূমিকাও কম নয়’

গ্রাম পুলিশ বাহিনীকে ৪র্থ শ্রেণীর কর্মচারী ন্যায় জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্তকরণের দাবিতে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চাঁদপুর জেলা গ্রাম পুলিশের সম্মেলন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ছে।

সম্মেলন উদ্ধোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী।

তিনি বলেন, ‘এক সময় গ্রাম পুলিশকে মানুষ বিভিন্ন নামে চিনতো। এখন মানুষ আপনাদেরকে গ্রাম পুলিশ হিসেবে চিনতে পারছে। আজকে আপনারা জনগণের জানমাল নিরাপত্তায় কাজ করছেন। আপনাদেরকে সরকার গ্রাম পুলিশ নামে উন্নতি করে সম্মান দেওয়া হয়েছে। আপনারা যে দায়িত্ব পালন করছেন তা আমরা দেখেছি। বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনারাদের ভূমিকাও কম নয়। গ্রাম পুলিশের কর্ম জাতি স্বীকার করে।’

তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক বিভাগকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন। আপনারা সম্মিলিতভাবে আপনাদের দাবি দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সরকার আপনাদের চাওয়া পাওয়া পূরণ করবে। আমি আপনাদের দোয়ায় জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছি। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই। আপনাদের যে দাবি তা তুলে ধরা এবং পূরণ করার জন্য চেষ্টা করবো। আপনারা ন্যায় সংঙ্গত দাবিগুলো তুলে ধরবেন যাতে সরকার দ্রুত বাস্তবায়ন করতে পারে। আমি আপনাদের পক্ষেই থাকবো। আমি আপনাদের দাবির সাথে একমত পোষণ করে কাজ করতে চাই।’

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহাদৎ হোসেন।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শাহাজান কবির জহিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক কমান্ডার মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক সত্যনারায়ন দাস, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, লক্ষ্মীপুর জেলার সভাপতি তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহাদৎ হোসেন বলেন, ‘আপানার যে দাবি দাওয়া তুলে ধরেছেন তা ন্যায় সংগত। আপনাদেরকে আগে সম্মিলিত হতে হবে। আপনাদের মধ্যে শৃঙ্খলা না থাকলে আপনারা জনগণের জন্য কাজ করতে পারবেন না। আপনারা আপনাদের দাবি তুলে ধরেছেন, আমাদেরও কিছু চাওয়ার থাকতে পারে। আপনারা কাজের দিক তেকে আরো দায়িত্বশীল হোন। গ্রাম পুলিশের যে ভূমিকা তা আরো জড়ালো ভাবে তুলে ধরেন, দেখবেন আপনাদের সব চাওয়া পূরণ হয়ে গে ছে।’

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৬: ৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share