জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল সংগীত শিল্পী পরিষদের আয়ো নে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ”নজরুল সন্ধ্যা”। নজরুলকে নিয়ে কথা কবিতা ও গান শীর্ষ ”নজরুল সন্ধ্যা” বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লার বীর চন্দ্র নগর মিলনায়তনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করেন বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর আলী হোসেন চৌধূরী, অধ্যাপক এহতেশাম হায়দার চৌধূরী ও নজরুল সংগীত শিল্পী অলকা দাস প্রমুখ।
পরে নজরুলের লিখা কবিতা আবৃতি ও বিভিন্নধর্মী গান পরিবেশন করা হয়। এতে গান করেন করেন দুই বাংলায় সাড়াজাগানো শিল্পী মানস কুমার দাস এবং কুমিল্লা বেতারের শিল্পী বাবুল কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিল্পী মানস কুমার দাসকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
নজরুলপ্রেমেী বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন।
কুমিল্লা করেসপন্ডেন্ট ।। আপডেট: ০৩:৪৫ পিএম, ২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ