কাজী অনিরুদ্ধ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ ও ডাকসাইটে একজন হাওয়াইয়ান গিটার বাদক। তিনি তাঁর পিতার সৃষ্ট অমর সুর সম্পদ সংরক্ষণের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তিনি পিতা নজরুলের দুষ্প্রাপ্য, লুপ্ত, অর্ধ লুপ্ত গানের সুর উদ্ধার, স্বরলিপি প্রণয়ন ও প্রকাশের মাধ্যমে তাঁর সৃষ্টিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেন।
কাজী অনিরুদ্ধর স্ত্রীর নাম কল্যাণী কাজী। তিনি নিজেও একজন সঙ্গীতশিল্পী। অনিরুদ্ধর সঙ্গে তাঁর বিয়ে হয় ১৯৫২ সালে। কল্যাণী কাজীও মৃত্যুর আগ পর্যন্ত লেখালেখি করে গেছেন। অনিরুদ্ধ-কল্যাণী দম্পতির তিন সন্তান। বড় ছেলে কাজী অনির্বাণ ও ছোট ছেলে কাজী অরিন্দম (সুবর্ণ)। আর সবার ছোট মেয়ে কাজী অনিন্দিতা।
কাজী অনির্বাণ একজন পেইন্টার। কলকাতায় একটি বিজ্ঞাপনী সংস্থা পরিচালনা করেন। কাজী অনিরুদ্ধর বড় ভাই প্রখ্যাত আবৃত্তিশিল্পী কাজী সব্যসাচী।
২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে অসহায় নির্বাক পিতার আগেই কাজী অনিরুদ্ধ প্রয়াত হন। চাঁদপুর নজরুল গবেষণা পরিষদ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ ‘র প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ।
২৪ ফেব্রুয়ারি ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur