চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মানব প্রচার কমিটির, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বাল্য বিবাহ প্রতিরোধকল্পে আপনাদের পরিচয় গোপন করা হবে। সে যেই হোক তাকে ধরিয়ে দিতে সকলকে এগিয়ে আসতে হবে। কাজীদের কোন অপকর্মকে রেহাই দেওয়া হবে না। বাল্য বিবাহ যদি প্রতিরোধ না করি তাহলে সামাজিকভাবে দেশ উন্নয়ন হবে না। দেশের উন্নয়ন করতে হলে বাল্য বিবাহ বন্ধ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আকর্ষণ করতে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই দেশে উন্নয়নের ছোঁয়া আসতে পারে।
তিনি আরো বলেন, বাল্য বিবাহ একটি সামজিক পাপ। এর ছোঁয়া থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জেলা রেজিষ্ট্রার মোঃ মোস্তাক আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোবারক হোসাইন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জয়ানাল আবেদিন, জেলা তথ্য কর্মকর্তা নুরুল হক, হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা সারওয়ার কামাল, জেলা ভারপ্রাপ্ত ও হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক সহকারী কর্মকর্তা সুভাস চন্দ্র রায়, শাহরাস্তি উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন প্রমুখ।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট ০৩:০০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ