Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ইকোফিশ প্রকল্পের কাউন্সিল গঠন বিষয়ক সভা
হাইমচরে ইকোফিশ প্রকল্পের কাউন্সিল গঠন বিষয়ক সভা

হাইমচরে ইকোফিশ প্রকল্পের কাউন্সিল গঠন বিষয়ক সভা

হাইমচরে অ্যানহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ) প্রকল্প ইলিশ সংরক্ষণকল্পে উপজেলা পর্যায়ে কো- ম্যানেজমেন্ট কাউন্সিল গঠন বিষয়ক প্রাক- পরিকল্পনা সভা বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টায় হাইমচর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে ও রিসার্স অ্যাসোসিয়েট ওয়াল্ড ফিশ কিং কর শাহা’র পরিচলানায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা মৎস্য অফিসার মো. সফিকুর রহমান।

তিনি বলেন, হাইমচরে জনগণ প্রশাসনকে সহয়তা করায় অভিযান বিগত বছরের তুলনায় এ বছর সফল হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, নৌ-পুলিশ সুপারের কঠোর ভূমিকা রেখেছেন। যার ফলে আজ চাঁদপুরকে ইলিশের বাড়ি নামকরণ হয়েছে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসনের বিশেষ ভূমিকা ও সকল জনগণের সহযোগিতায় জেলেদের মাঝে সঠিক ভাবে চাল বিতরণ সম্ভব হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির, ইকোফিশ প্রকল্পের ম্যানাজার ড. মো. নাহিদুজ্জামান, বিজ্ঞানী ড. জলিলুর রহমান, সিএনআরএস মাসুদ সিদ্দিকি, ইউপি সাবেক চেয়ারম্যান এমএ বাশার, উপজেলা মৎস্য অফিসার হাবিবুর রহমান, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন, জেলে প্রতিনিধি মানিক দেওয়ান, বাবুল পেদাসহ জেলে প্রতিনিধি, সুশীল সমাজ ও জনপ্রতিনিধি প্রমূখ।

প্রতিবেদক : বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ২৩ আগস্ট ২০১৭, বুধবার
এইউ

Leave a Reply