চাঁদপুরের মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল বরদিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নর্বাচিত হয়েছেন।
বরদিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গঠণ কল্পে সোমবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুর রহিম খান।
সভায় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হেলাল উদ্দিন মিয়াজী সভাপতি প্রার্থী হিসেবে মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুলের নাম প্রস্তাব করলে সমর্থন করেন ম্যানেজিং কমিটির অপর সদস্য মোঃ বিল্লাল হোসেন কাজী।
সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কাজী সুলতান আহ্ম্মেদ, প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, দাতা সদস্য কাজী সফি উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোঃ শাহ্আলম, মোঃ ইউছুব মাষ্টার, মরিয়ম বেগম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম, মোঃ রুহুল আমিন হাজী, মহিলা অভিভাবক সদস্য সেলিনা বেগম। কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, এম.পি এবং তাঁর সুযোগ্য পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু’র প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কাজী সুলতান আহ্ম্মেদ সহ নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্য ও সকল অভিভাবক সদস্যেদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur