চাঁদপুর

সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মাসিক সাহিত্য আসর সম্পন্ন

সাহিত্য একাডেমী চাঁদপুর-এর ৪৬তম মাসিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে এ আসর শুরু হয়ে চলে রাত আটটা পর্যন্ত। এ আড্ডায় চাঁদপুর শহর ও চাঁদপুরের বিভিন্ন উপজেলার লেখকবৃন্দ অংশগ্রহণ করেন।

সাহিত্য আসরের সমাপনী বক্তব্যে সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মহাপরিচালক কাজী শাহাদাত বলেন, এ মাসিক সাহিত্য আসরে এসে অনেক লেখকের লেখার মধ্যে এখন ইতিবাচক পরিবর্তন এসেছে। এখানে গঠনমূলক সমালোচনা করা হয় বলে নবীন-প্রবীণ সাহিত্যকর্মীরা উপকৃত হচ্ছেন। সমসাময়িক বিষয় নিয়ে চাঁদপুরের সাহিত্যকর্মীরা সরব থাকেন উল্লেখ করে তিনি আরো বলেন, দিন যতই এগুচ্ছে চাঁদপুরের সাহিত্য ততই সমৃদ্ধ হচ্ছে। এ অগ্রগতির ধারা সাহিত্যিকদেরকেই অব্যাহত রাখতে হবে। তিনি সাহিত্য আসরে অংশগ্রহণ করার জন্যে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

সাহিত্য আসরে কবিতা পাঠ করেন ইকবাল পারভেজ, মোঃ সালাহ উদ্দিন, মুহাম্মদ ফরিদ হাসান, কাদের পলাশ, মাইনুল ইসলাম মানিক, মোঃ শাকিবুল ইসলাম, আসাদুল্লাহ কাহাফ, হাবিবুর রহমান মোল্লা, ফয়সাল মৃধা প্রমুখ। প্রবন্ধ পাঠ করেন মোঃ আজাদ। ছড়া পাঠ করেন আনিস আরমান ও মুকবুল হামিদ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকগবেষক প্রকৌঃ মোঃ দেলোয়ার হোসেন, প্রবীণ লেখক তছলিম হোসেন হাওলাদার, কবি আলিজা হোসেন, আশিক বিন রহিম প্রমুখ। আসরে লেখকগণ প্রথমে তাদের লেখা পাঠ করেন। পরে সেগুলোর পাঠ পর্যালোচনায় অংশ নেন উপস্থিত সাহিত্যকর্মীবৃন্দ।

উল্লেখ্য, সাহিত্য একাডেমী চাঁদপুরের মাসিক সাহিত্য আসর প্রতি মাসের শেষ বুধবার বিকেল পাঁচটায় একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আগামী আসর ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। আসরে সাহিত্যামোদী যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১:৫৩ পিএম, ২৫ অক্টোবর, ২০১৭ বুধবার
ডিএইচ

Share