বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূিচর অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ মার্চ) মতলব পৌরসভার কাউন্সিলরা পৌরসভার চত্ত্বরে ৮ দফা দাবিতে মানব বন্ধন করেছে।
দুপুর ১টায় এ কর্মসূচিতে অংশ নেন পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল বাসার পারভেজ, কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারীর্, আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধা, ওয়াজ উদ্দিন, মামুনুর রশিদ, আহিজল মুন্সি, বুলবুল চৌধুরী মামুন, আবদুল হাই, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিনারা আক্ততার বিপ্লবী, জোহরা বেগম, সাজেদা বেগম।
মানব বন্ধনে কাউন্সিলরা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক, অসন্মানজনক মাসিক সম্মানি ভাতা বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাবিত ৮ সদফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কেন্দ্রীয় র্কমসূচির অংশ হিসেবে মানব বন্ধন করেছেন।
প্রতিবেদক-মাহফুজ মল্লিক
।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ২৪ পিএম, ০৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
এজি/এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur