বিশেষ সংবাদ

ঈদে কাঁদলেন খালেদা জিয়া:কাঁদালেন নেতাকর্মীদেরও

ঈদের দিনেরও ছেলের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন খালেদা জিয়া। সোমবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরাও কাঁদতে থাকেন। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেগম জিয়া দুপুর ১২টা থেকে কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুর পৌনে ২টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। পরে বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে নিজ বাসভবনে ফিরেন তিনি।

জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে বেগম জিয়া বনানী কবর স্থানে পৌঁছান। আগে থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান করছিলেন।

কবরস্থানে গিয়ে প্রথমে দাঁড়িয়ে মোনাজাত করেন খালেদা জিয়া। মোনাজাত শেষে কোকোর কবরের পাশে একটি চেয়ারে কিছু সময় বসে থাকেন তিনি। সেখানে প্রায় ১০ মিনিট তিনি পবিত্র কোরআন তেলাওয়াত ও তছবিহ পাঠ করেন। এ সময় সারাক্ষণ কাঁদছিলেন এবং চোখ মুছছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কবরস্থানের গেটে দিয়ে ভেতরে প্রবেশ করলে নেতাকর্মীরা হুমড়ি খেয়ে পড়েন। এমন পরিস্থিতিতে প্রায় ১০ মিনিট গাড়িতে বসে থাকেন খালেদা জিয়া। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি গাড়ি থেকে নেমে কবরের পাশে যান।

এরপর দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে কোকোর কবরে শ্রদ্ধা জানান।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে মারা যান।

এরপর দেশে এনে ২৭ জানুয়ারি বনানী কবরস্থানের বি ব্লকের ১৮ নং সারিতে অবস্থিত ১,৮৩৮/১৪৭ নং কবরে তাকে দাফন করা হয়।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০১:১৫ পি.এম, ২৭ জুন ২০১৭,মঙ্গলবার
ইব্রাহীম জুয়েল

Share