বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার আগে তীব্র কান্নায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক নববধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার সোনপুর গ্রামে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওড়িশার সোনাপুর গ্রামের গুপ্তেশ্বরী সাহুর সঙ্গে বোলাঙ্গির জেলার টেটেলগাঁও গ্রামের বিসিকেসান প্রধানের সঙ্গে বিয়ে হয়। শুক্রবার সকালে শ্বশুরবাড়ি যাওয়ার আগে ঐ নববধূ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পরেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঐ নববধূ মারা গেছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
রমেশ সাহু নামের একজন গ্রামবাসী জানান, শ্বশুরবাড়ি যাওয়ার আগে সে কাঁদতে থাকে। আমরা জানতাম যে কয়েক মাস আগে তার বাবা মারা যাওয়ায় তিনি মানসিক চাপে ছিলেন। তার মামাই তার বিয়ের আয়োজন করেছিলেন। এমনটা যে হবে আমরা আশা করিনি।
আর্ন্তজাতিক ডেস্ক ০৬ মার্চ,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur