কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ প্রধানিয়ার বিরুদ্ধে কাঁঠাল খাওয়া নিয়ে বিদালয়ের শিক্ষার্থীদের সাথে অশোভনিয় আচরণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সোমবার (৫ জুন) দুপুরে ওই শিক্ষকের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাবাসী।
এদিকে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করতে দেখা যায়।
খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল খালেক ও কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম ঘটনা স্থলে গিয়ে আগামি শনিবার এ ব্যাপারে সুষ্ঠ সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন তোলে নেয়।
বিদ্যালয় শিক্ষার্থীরা জানায় দশম শ্রেণির ছাত্র সোহরাব হোসেন হোস্টেল শিক্ষক ফারুক হোসেনের অনুমতি নিয়ে শনিবার (৩ জুন) ৬টি কাঁঠাল পেরে হোস্টেলে এনে রাখে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের কাঁঠাল পারার বিষয় জানতে পেরে ছাত্রদের শাসালে ফুসে উঠে শিক্ষার্থী ও অভিভাবকরা।
অভিযোক্ত প্রধান শিক্ষক আবু হানিফ প্রধানিয়া জানান, ‘শিক্ষার্থীদের আমি গাল মন্দ করিনি তবে ছাত্র হিসেবে তাদের যা বলার তা আমি বলেছি।’
প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সম ১২ : ১৫ এএম, ৬ জুন ২০১৭, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur