চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী কাঁচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল পাটওয়ারী নিলয়।
১৮ জুন সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হন রাসেল পাটোয়ারী নিলয়। তিনি নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম খাঁনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোঃ সোহেলের পরিচালনায় ম্যানেজিং কমিটির সভাপতি গঠনকল্পে একসভা অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে দুজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন-বর্তমান সভাপতি রাসেল পাটোয়ারী নিলয় অপরজন আনাস সরদার। সভাপতি পদে রাসেল পাটোয়ারী নিলয়ের পক্ষে প্রস্তাব করেন অভিভাবক সদস্য মোখলেছুর রহমান ও সমর্থন করেন মোঃ এনামুল হক। আনাস সরদারের পক্ষে প্রস্তাব করেন জসিম সরকার ও সমর্থন করেন মহিলা সদস্য নাজমা বেগম।
পরে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে রাসেল পাটোয়ারী নিলয় ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আনাস সরদার পেয়েছেন ৪ ভোট। এ সময় সকল সদস্যরা উপস্থিত থেকে গোপন ব্যালটের মাধ্যমে ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হন রাসেল পাটোয়ারী নিলয়।
রাসেল পাটওয়ারী নিলয় পূনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-২ আসনের সদস্য আলহাজ্ব এড.মোঃ নুরুল আমিন রুহুল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও তিনি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজনসহ দলীয় নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অত্র বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ সকল ক্ষেত্রে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন সভাপতি রাসেল পাটওয়ারী নিলয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৯ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur