জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ১ থেকে ৭ অক্টোবর বাস্তবায়নে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভা প্রধানের বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফিকুল ইসলাম।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন, মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ ইউসুফ। এসময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
২৪ সেপেটম্বর,২০১৮