কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার নব নির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রোববার সকাল মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার নব-গঠিত গভর্নিং বডির সভাপতি এবং প্রাক্তন মেধাবী শিক্ষার্থী তোফায়েল আহমেদ ভূঁইয়া।

মাদ্রাসার অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব হিসেব তাফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও গৌরব এগিয়ে নেওয়া, শিক্ষার মান উন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এবং ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোবারক হোসেন।

গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও শিক্ষানুরাগী তোফায়েল আহমেদ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা হাজীগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী ও আদর্শিক বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানের প্রাক্তন অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন সেক্টরে তাদের আদর্শ এবং কর্মের দ্রুতি ছড়াচ্ছে। আমিও এই বিদ্যালয়ে একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। আপনাদের আস্থা ও বিশ্বাস আমার উপর অর্পিত করে যে দায়িত্ব দিয়েছেন, দামি সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব।

তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসাকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। আমাদের সন্তানদের ধর্মীয়, আদর্শিক এবং পুঁথিগত শিক্ষার পাশাপাশি আধুনিক ও সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। যাতে করে তারা কর্মক্ষেত্রে এবং সমাজ বিনির্মাণে কোন দিকেই পিছিয়ে না পরে। আমি মাদ্রাসার একটি নতুন একাডেমিক ভবনের আমাদের চেষ্টা চলছে। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা থাকলে অচিরেই তা সম্ভব হবে। আমাদের নবগঠিত পরিষদ যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সভাপতির বক্তব্যে তোফায়েল আহমেদ ভূঁইয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,

গভর্নিং বডির প্রথম সভায় আরো বক্তব্য রাখবেন, বিদ্যুৎসাহী সদস্য নাজির আহমেদ কোম্পানি, অভিভাবক সদস্য মো. মিজানুর রহমান ভূঁইয়া, হাফেজ ইকবাল হাসান, মো. কামরুজ্জামান, ইলিয়াস হোসাইন (হরিপুর), পান্না আক্তার, সাধারণ শিক্ষক সদস্য মো. আ. কুদ্দুছ, মো. ফারুক হোসাইন এবং নারজিনা আক্তার নিপা।

সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী অনুভূতি ছিলেন। এর আগে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া পুরো বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম
১৮ জানুয়ারি ২০২৬