কল্যানপুরে আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগদান

চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আনুষ্ঠানিকভাবে তাদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।

যোগদানকৃতরাও শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি আস্থা ও ভালোবাসার প্রকাশ হিসেবে তাকে ফুলেল মালা পরিয়ে দেন। এতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

বিএনপিতে যোগদানকারীরা হলেন— কল্যানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা মিজি, সহ-সভাপতি আবুল কাশেম মিজি, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল গনি গাজী।

নবাগত নেতারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ন্যায্য দাবি-দাওয়া, গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে তারা হতাশ ছিলেন। শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্ব, সাহসী অবস্থান এবং মানুষের পাশে থাকার রাজনীতি তাদের অনুপ্রাণিত করেছে। সে কারণেই তারা বিএনপির আদর্শে বিশ্বাস রেখে দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার/
২৮ জানুয়ারি ২০২৬