Home / চাঁদপুর / কল্যাণী কাজীর মৃত্যুতে চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের শোক

কল্যাণী কাজীর মৃত্যুতে চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের শোক

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কাজী অনিরুদ্ধর স্ত্রী কল্যাণী কাজী শুক্রবার সকালে কলকাতার পিজি হাসপাতালে মৃতু্্যবরণ করেন্ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি সংগীত জগতের একজন নক্ষত্র ছিলেন । তিনি ছিলেন প্রয়াত কাজী নজরুল ইসলামের পুত্রবধূ-কাজী অনিরুদ্ধর স্ত্রী শ্রীমতি কল্যাণী কাজী। বিশিষ্ট নজরুলগীতি শিল্পীর প্রয়াণে শোকের ছায়া সংগীত জগতে। ভোর সাড়ে পাঁচটায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার একটি হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা। সেখানেই প্রয়াত হন তিনি ।

গত নভেম্বর থেকেই তিনি কিছূটা শারীরিক শাস-কষ্টে ভুগছিলেন । ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল তাঁর। সেই সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। প্রথমে দেশপ্রিয় পার্কের কাছে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। তারপর তাঁকে এসএসকেএমএ স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে চিকিৎসক রজত চৌধুরীর অধীনে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। মাল্টিঅর্গান ফেলিওর হয় তাঁর। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

কল্যাণীর দু’ পুত্র ও এক কন্যা রয়েছেন। তাঁর দেহ পাইকপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং পিস ওয়ার্ল্ডে রাখার পরিকল্পনা রয়েছে্ । শনিবার ১৩ মে কন্যা অনিন্দিতা কাজী আমেরিকা থেকে ফিরলে পার্ক সার্কাসে কল্যাণীর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর গুণমুগ্ধ শ্রোতা ও ছাত্রছাত্রীদের মধ্যে একন শোকের ছায়া। কল্যাণীর মৃত্যুতে শোকোস্তব্ধ সকলেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণী কাজীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। ২০২০ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সঙ্গীত মহাসম্মান প্রদান করেছিল। কল্যাণীর মৃত্যুতে যেন একটি যুগের অবসান হল।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্য ছিলেন তিনি। কবির ছোটছেলের বউ । জানা যায়-গানবাজনার চর্চা তাঁর পরিবারে বরাবরই ছিল। সংস্কৃতি চর্চায় তাই বরাবরই ছিল তাঁর মনোনিবেশ। কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় আর পাঁচজন ছেলেমেয়ের মতোই । খুব কম বয়সেই কাজী পরিবারের ছোট ছেলে প্রখ্যাত গীটার বাদক কাজী অনিরূদ্ধের সঙ্গে তাঁর দেখা হয়। ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয়। এরপর যে কবিকে ছোটবেলা থেকে দেখে বড় হওয়া, তাঁকে সামনে থেকে দেখবার ইচ্ছে নিয়ে একবার দেখতেও গিয়েছিলেন।

চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল গনি গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

চাঁদপুর টাইমস
১২ মে ২০২৩
এজি