চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রঙ্গেরগাঁও গ্রামের প্রাইমারী শিক্ষক আনোয়ারের বিরুদ্ধে ইজমালী পথ বন্ধসহ নানা অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে তারা লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, শিক্ষক আনোয়ার হোসেন তারা একই গোষ্ঠির একই বাড়ির বাসিন্দা এবং পরস্পর আত্মীয়। পেশায় তিনি একজন প্রাইমারি স্কুল শিক্ষক। তার বিরুদ্ধে স্কুল কামাই, অনৈতিক কার্যকলাপ ও বাড়ির ইজমালী জায়গা সম্পত্তি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর একাধিক অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ের প্রভাব খাটিয়ে সে ও তাহার ভাড়াকৃত লোকজন দিয়ে জোড়পূর্বক বাড়ির ইজমালী পথ বন্ধ, গাছ কাটা, টিনের বেড়া ভাংচুর, মারধর মিথ্যা মামলা ও ভয় ভীতিসহবিভিন্ন ভাবে হয়রানী করা হয়। আনোয়ার হোসেন দ্বারা দখলকৃত ইজমালী পথ উদ্ধার ও হয়রানীর বিরুদ্ধে পরিত্রানের লক্ষ্যে সকল ভুক্তভোগীগন এ অভিযোগ প্রদান করেন।
এ সময় রুমা আক্তর, রুনা আক্তার, জমিন পাটওয়ারীরসহ ভুক্তভোগী বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত শিক্ষক আনোয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগটি তদন্ত সাপেক্ষে শিক্ষা অফিসকে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেন।
স্টাফ রিপোর্টার, ১৯ মে ২০২৫