কল্যাণপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া ব্যাপক গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর গাজীর হাট বাজার, দাসাদী বাজার, ৯ নং ওয়ার্ডের খান বাড়িসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগকালে এড. শাহজাহান মিয়া বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।” তিনি আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর ধরে জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।”
এ সময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার আমীর আফসার উদ্দিন মিয়াজী, ৩ নং কল্যাণপুর ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি হোসাইন তালুকদার, সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক আব্দুল হান্নান, প্রবাসী রোকন মফিজ খান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর সদর উত্তর সাবেক সেক্রেটারী সিয়াম পাটওয়ারী সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারীসহ দলীয় নেতৃবৃন্দ।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ৯ সেপ্টেম্বর ২০২৫