চাঁদপুর শাহরাস্তিতে সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খোকন চন্দ্র সরকার (৫৮) করোনা আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।
৩ জানুয়ারি রোববার দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটের দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
৪ জানুয়ারি সোমবার দুপুরে তার নিজ গ্রাম কিশোরগঞ্জ জেলা সদরের বিন্নাটি সরকার বাড়ির পারিবারিক শ্মশানে মরদেহ সৎকার করা হয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির শাহরাস্তি উপজেলার উপদেষ্টা সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, সভাপতি মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ আবুল কালাম, যুগ্ন সাধারণ সম্পাদক চিতোষী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবু রতন চন্দ্র দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,৫ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur