চাঁদপুর পৌরসভা পরিচালিত নতুন বাজার এলাকায় অবস্থিত পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হয়েছে। আগামি বছর ২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে।
চাঁদপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে পরিচালিত ৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩টি মাধ্যমিক ও ৪টি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক তথা হাইস্কুলগুলোর মধ্যে রয়েছে:পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়,পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ও হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে কোড়ালিয়া পাটওয়ারী বাড়ি পৌর প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়,মমতাজ উদ্দিন পৌর প্রাথমিক বিদ্যালয় ও আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয়।
পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালে। প্রতিষ্ঠাকাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ খ্রিঃ। ৬৪ শতাংশ জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭৫০ জন।
২৫ জন শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে চলছে শ্রেণি কার্যক্রম। পাসের হার শতকরা ৯৯ ভাগ। চাঁদপুর পৌরসভা পরিচালিত পূর্ণাঙ্গ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নতুন ভাবে পথচলায় যুক্ত হলো এ বিদ্যালয়টি, যেটির এখন পরিবর্তিত নাম পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। আগামী বছর ২০২৩ সাল থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব,শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
প্রতিষ্ঠাকালে এ বিদ্যালয়টির টিনের ঘর থেকে ১তলা ভবন নির্মাণের পর বর্তমানে চার তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।
চাঁদপুর পৌরসভার মেয়র এবং প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সভাপতি অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল বলেন,‘ পৌর শহীদ জাবেদ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করতে প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। আগামী বছর থেকেই কলেজ পর্যায়ে শ্রেণি কার্যক্রম চালানো হবে। পৌরসভা পরিচালিত ৩টি বিদ্যালয়ের মধ্যে এটিই প্রথম উচ্চ বিদ্যালয়,যেটিতে ১ম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ার সুযোগ তৈরি হলো ।’
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক বলেন,‘এখানে কলেজের জন্যে শ্রেণি কার্যক্রম চালাতে কোনো সমস্যা নেই। পর্যাপ্ত শ্রেণিকক্ষ রয়েছে। যেহেতু ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে, প্রয়োজনে শিফট করা হবে। পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়টিকে কলেজ হিসেবে রূপান্তর হচ্ছে আধুনিক ও নান্দনিক পৌরসভার স্বপ্নদ্রষ্টা মাননীয় মেয়র মহোদয়ের রাজনৈতিক সফলতা। মেয়র মহোদয় পৌর এলাকায় উন্নয়নের পাশাপাশি শিক্ষার উন্নয়নেও সব রকম সহায়তা দিয়ে যাচ্ছেন, যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পরে।’
সিনিয়র করেসপন্ডেন্ট ,
২৬ অক্টোবর ২০২২
এজি