ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে বুধবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় এক জরুরি সভার আহ্বান করা হয়েছে।
ভার্চুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি,শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি,মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো.মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষবৃন্দ।
মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি সাত কলেজের চলমান পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ২২ ফ্রেব্রুয়ারি শিক্ষামন্ত্রী প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর খুলে দেয়া হবে। এ সময় পর্যন্ত পরীক্ষা বন্ধ করতে হবে। সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ সিদ্ধান্ত সমভাবে প্রযোজ্য হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এরপর সাত মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে চলমান পরীক্ষা ১৭ মে পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর রাতেই শিক্ষার্থীরা পরীক্ষা চালিয়ে নেয়ার দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ আন্দোলন শুরু করে।
ঢাকা ব্যুরো চীফ ,২৪ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur