চাঁদপুর

চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাশ

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুূল এন্ড কলেজের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স ওরিয়েন্টেশন ক্লাস বুধবার (১৬ আগস্ট) দুুপুরে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স ওরিয়েন্টেশন ক্লাস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, ‘চাঁদপুরে সামাজিক কর্মকান্ড ও শিক্ষার হার দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। কারগরি শিক্ষায় পড়াশুনা করলে পাঠ্য বই পুস্তকের পাশাপাশি হাতে শিখার কাজ করা যায়। কারগরি শিক্ষায় শিক্ষিত ব্যাক্তি দেশ জাতির কাজে বিশেষ ভূমিকা রাখে। কারগরি শিক্ষার মাধ্যমে নিজের কর্ম সংস্থানের সুযোগ লাভ করে। সরকার কারগরি শিক্ষার শিক্ষিত ব্যাক্তির জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে।’

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রশিদের সভাপতিত্বে ও ড্রেসমেকিং ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ এনায়েত রাব্বি পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা।

আরো বক্তব্য রাখেন, অটোমোবাইল ট্রেডের চীপ ইন্সটেক্টর মো. মাহাবুবুর রহমান, ড্রেস মেকিং ট্রেডের চীফ ইন্সট্রাক্টর মঞ্জুরুল হাসান তালুকদার, ইলেকট্রিক্যাল ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর মো. ফারুক হোসেন সরকার, ড্রেস মেকিং ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর এনায়েত রাব্বি, অটোমোবাইল ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর এমরান হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক অভিবাবক ও অতিথি বৃন্দ।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share