Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / কলাকান্দায় স্থানীয় সরকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা
স্থানীয়

কলাকান্দায় স্থানীয় সরকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

‘তরুনদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ শ্লোগানে “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন মতলব উত্তর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক পীর মোঃ আব্দুল মান্নান সাগর, ৭নং ওয়ার্ড এর ইউপি সদস্য আঃ সাত্তার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামসুদ্দিন ছৈয়াল, ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ কবির হোসেন মিঝি, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মাশরাফি মাসুদ, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজনীন সুলতানা রাণী, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মোহসিন বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বেপারী, চাঁদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের যুগ্ম-আহবায়ক আলফিদ আহম্মেদ ছানি, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোয়াজ্জেম হোসেন ছোটন, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমূখ। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাটি পরিচালনা করেন,কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস।

আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন বক্তারা বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত বেশি সেবা পাবেন। বক্তারা স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারন নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান।

দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মধ্যে সেতুবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার দক্ষতার সাথে নিরাপদ পানি, শিক্ষা, চিকিৎসা, জন্ম ও মৃত্যু সনদ,সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।
ছবি-ই-মেইলে দেওয়া আছে

নিজস্ব প্রতিবেদক, ২৫ ‍ফেব্রুয়ারি ২০২৫