সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই খবর আসার পর কলকাতার বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ স্থগিত করা হচ্ছে।
সোমবারে বাংলাদেশ সময় রাত ৮টায় আইপিএলের সূচি অনুযায়ী মাঠে নামার কথা ছিল দুদলের।ক্রিকবাজ লিখেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড সোমবারের ম্যাচটি স্থগিত করে নতুন সূচি করতে যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার চোটের জন্য হাসপাতালে স্ক্যান করাতে গিয়েছিলেন। সেখান থেকেই তারা করোনা আক্রান্ত হয়েছেন। এই দুজন আক্রান্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বাকি সবার কভিড-১৯ পরীক্ষা করা হয়।
এতে অন্যদের ফল নেগেটিভ এসেছে।
সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা-বেঙ্গালুরুর। কিন্তু স্থানীয় আয়োজক গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে ম্যাচটির সূচি ইতোমধ্যে বদল করা হয়েছে।
আইপিএলে এবার ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে বিরাট কোহলি বেঙ্গালুরুর। মাত্র ৪ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সপ্তম স্থানে অবস্থান সাকিব আল হাসানের কলকাতার।
ঢাকা চীফ ব্যুরো, ০৩ মে, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur