পহেলা বৈশাখ উদ্যাপনে একসঙ্গে মিলবে দুই বাংলা। সৌজন্যে, একটি নতুন মিউজিক ভিডিও। তথ্যমন্ত্রীর মেয়ে বুশরা শাহরিয়ারের সঙ্গে ওই মিউজিক ভিডিওতে দেখা যাবে টালিগঞ্জের মডেল-অভিনেতা অভিজিত্ ভট্টাচার্যকে।
পহেলা বৈশাখ উপলক্ষে কলকাতায় বসবে বিশাল এক মেলা। নাম ‘প্রাণের বৈশাখ’। পয়লা বৈশাখকে ‘প্রাণের বৈশাখ’ মিউজিক ভিডিওর মাধ্যমেই স্বাগত জানাবেন বুশরা। কণ্ঠশিল্পী ছাড়াও বুশরার আরও একটি পরিচয় রয়েছে। তিনি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মেয়ে।
বাঙালিরা কী ভাবে নতুন বছরকে বরণ করেন, কতটা জাঁকজমক আর হইহট্টগোলের সমাহার হয় তাতে, সেই ছবিই তুলে ধরা হয়েছে বুশরার নতুন ভিডিওতে। ‘প্রাণের বৈশাখে’ কণ্ঠের পাশাপাশি সুরও দিয়েছেন বুশরা নিজে। গানের আয়োজনে রয়েছেন অমিত চট্টোপাধ্যায়।
বুশরার সঙ্গে জুটি বেঁধে অভিজিতের এটাই প্রথম কাজ। এর আগে মডেলিং করেছেন তিনি। পাশাপাশি রয়েছে টেলি-সিরিয়াল স্ত্রীর মুখ্য চরিত্রে অভিনয় করা। ভিডিওটি পরিচালনায় রয়েছেন অমিত সুর। চলতি মাসেই তা রিলিজ করবে ইউটিউবে।
এমটিনিউজ
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৪০ পি.এম ১৬মার্চ,২০১৮শুক্রবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur